সঠিক উত্তর হচ্ছে: দারোয়ান
ব্যাখ্যা:
মিঠা + আই = মিঠাই,
কানু + আই = কানাই,
জমিদারি = জমিদার + ই,
মেঘলা = মেঘ + লা এবং
চতুরালি = চতুর + আলি ইত্যাদি বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ।
অন্যদিকে \'দারোয়ান\' শব্দটি হিন্দি \'ওয়ান\' প্রত্যয়যোগে গঠিত শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি