সঠিক উত্তর হচ্ছে: গীতিনাট্য
ব্যাখ্যা: কবি হিসাবে নজরুল ছিলেন বসন্তের কন্টিবিউটর, আর রবীন্দ্রনাথ বলছেন, নজরুল নিজেই বসন্ত; যে-সে বসন্ত নয়, জাতির জীবনে বসন্ত। তার অবির্ভাবে পরাধীন জাতির মধ্যে স্বাধীনতার মৃদু-অবাধ সমীরণ বয়ে গেছে। মাত্র তেইশ বছর বয়সে নজরুল ইসলাম যখন আলীপুর সেন্ট্রাল জেলে বন্দি, তখন কবিগুরু তাকে তার গীতিপালা \'বসন্ত\' নাটকটি উৎসর্গ করেন।