সঠিক উত্তর হচ্ছে: ধূমায়মান সালফিউরিক এসিডকে
ব্যাখ্যা: ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক এসিড বা পাইরোসালফিউরিক এসিড হলো ১০০% বিশুদ্ধ সালফিউরিক এসিডের মধ্যে সালফার ট্রাই অক্সাইডের মিশ্রণ!\n\nH2SO4(100%) + SO3 —— > H2S2O7 (ওলিয়াম)\n\nএই মিশ্রণে যেহেতু শতভাগ সালফিউরিক এসিড থাকে, তাই এর শক্তি বেশি হয়।\n\nওলিয়ামের মধ্যে পানি যোগ করেই গাড় সালফিউরিক এসিড প্রস্তুত করা হয়।