সঠিক উত্তর হচ্ছে: ম্যাক্স ওয়েবার
ব্যাখ্যা: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।\nআমলাতন্ত্র (Bureaucracy) এমন এক শাসনব্যবস্থা যাতে স্থায়ী সরকারি কর্মকর্তারা দায়িত্ব বিভাজনের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আমলারা জনপ্রতিনিধি নয় বা ভোটের মাধ্যমে নির্বাচিত নয়। ফলে রাজনৈতিক সরকার পরিবর্তিত হলেও আমলারা পদ হারায় না। এই চারিত্র্যের কারণে আমলাতন্ত্রে সরকার পরিচালনার ধারাবাহিকতা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়। [সূত্র- পৌরনীতি ও সুশাসন ১মপত্র- একাদশ ও দ্বাদশ শ্রেণি]