নিচের অপশন গুলা দেখুন
- বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
- চৈতালী ঘূর্ণি
- রক্তের অক্ষর
- ১৯৭১
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনি নিয়ে রচিত উপন্যাস হলো ‘একটি কালো মেয়ের কথা\' (১৯৭১)। তারাশঙ্কর তার \'১৯৭১\' উপন্যাসে তুলে ধরেছেন একাত্তরের গ্রামীণ জীবনের চিত্র। উপন্যাসের কেন্দ্রীয় নাজমা নামের একটি কালো মেয়ে এই উপন্যাসে হয়ে উঠেছে একাত্তরের হাজার নারীর প্রতীক। সেই সঙ্গে সহচরিত্র- রহিম, মিঃ সেন ও ছায়ার মাধ্যমে সময়ের মুখ খুলে দিয়েছে এ কথাশিল্পী। যার পরতে পরতে রয়েছে হৃদয়ছোঁয়া মা মাটি-ম -মানুষের ভালোবাসা। উল্লেখ্য, চৈতালী ঘূর্ণি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষদের নিয়ে লেখা তারাশঙ্করের একটি উপন্যাস। রক্তের অক্ষর\' সমাজের একেবারে নিম্নবর্গীর মানুষদের কেন্দ্র করে রচিত রিজিয়া রহমানের একটি উপন্যাস।