সঠিক উত্তর হচ্ছে: ম্যাককরনি
ব্যাখ্যা: ম্যাককরনি’র মতে ‘সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়।’ তার মতে সুশাসন একটি দ্বিমুখী এবং বহুমাত্রিক প্রক্রিয়া। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)