সঠিক উত্তর হচ্ছে: জীবনস্মৃতি
ব্যাখ্যা: জীবনস্মৃতি - রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। এটি ১৯১২ সালে প্রকাশিত। এটি বাংলা সাহিত্যের দ্বিতীয় আত্মজীবনী। এখানে তিনি তার বাল্যকাল থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত কালের কাহিনী ও ঘটনা বর্ননা করেন। কালান্তর, সভ্যতার সংকট, পঞ্চভূত ইত্যাদি তার প্রবন্ধ গ্রন্থ। তার প্রথম প্রবন্ধগ্রন্থ - বিবিধ প্রসঙ্গ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।