সঠিক উত্তর হচ্ছে: গ্রিক
ব্যাখ্যা: ইংরেজি \'Democracy\' শব্দটি গ্রিক শব্দ Demo Kratia থেকে উদ্ভূত হয়েছে যা গ্রিক শব্দ \'Demos\' এবং \'Kratia\' শব্দ দুটির সমন্বয়ে সৃষ্ট। \'Demos\'শব্দের অর্থ হল \'জনগন\' এবং \'Kratia\'শব্দের অর্থ হল \'শাসন\'। গণতন্ত্রে আইন প্রস্তাবনা, প্রণয়ন ও তৈরীর ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সু্যোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। \"গণতন্ত্র\" পরিভাষাটি সাধারণভাবে একটি রাজনৈতিক রাষ্ট্রের ক্ষেত্রেই প্রয়োগ করা হলেও অন্যান্য সংস্থা বা সংগঠনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হতে পারে, যেমন বিশ্ববিদ্যালয়, শ্রমিক ইউনিয়ন, রাষ্ট্র-মালিকানাধীন প্রতিষ্ঠান ইত্যাদি।\n\n[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া]