সঠিক উত্তর হচ্ছে: ভোটাধিকার
ব্যাখ্যা: ভোটাধিকার শব্দের অর্থ ভোটের অধিকার। কোনো প্রার্থীকে প্রতিনিধিরূপে নির্বাচিত করার নাগরিক অধিকারকে ভোটাধিকার বলে।\nযা একটি রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব জনগণ নির্দিষ্ট কিছু পছন্দের ব্যক্তিকে ভোটাধিকার বলে ন্যাস্ত করেন।\n[তথ্যসূত্রঃ বাংলাদেশের সংবিধান তত্ত্ব ও বিশ্লেষণ মোঃ আরিফুল ইসলাম ]\n