সঠিক উত্তর হচ্ছে: রাবার
ব্যাখ্যা: প্রাকৃতিক রাবার জৈব আইসোপ্রিনের একটি পলিমার যা প্রকৃতিতে রাবার গাছের সাদা,ঘন, আঠালো তরল নিঃসরণ হিসেবে আহরণ করা হয়। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দুইটি দেশ। বাকি পদার্থ গুলো প্রকৃতিতে পাওয়া যায় না।