সঠিক উত্তর হচ্ছে: ১০ ডিসেম্বর
ব্যাখ্যা: ১০ ডিসেম্বর জাতীয় মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিবস। এ দিবসের পাশাপাশি ১০ থেকে ১৬ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট দেয়ার বিষয়ে জনসাধারণকে অধিক সচেতন করতেই প্রতিবছর উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট বা মূসক দিবস। ভ্যাট দিবসের স্লোগান ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’। ১০ ডিসেম্বর ২০১৯ চতুর্থবারের মতো ভ্যাট দিবস উদযাপিত হয়েছে। এর আগে প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস উদযাপিত হতো। বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সর্বশেষ চলতি অর্থবছরে নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার পর থেকে দিবসটির গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে।\n\n[তথ্যসুত্র- পত্রিকা]