সঠিক উত্তর হচ্ছে: বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরা লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে
ব্যাখ্যা: জানালার গ্রিল লোহার তৈরি। এ লোহা বহুদিন আর্দ্র বাতাসের সংস্পর্শে থাকায় লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন ও জলীয়বাষ্পের বিক্রিয়ায় পানিযুক্ত ফেরিক অক্সাইড (Fe2O3. nH2O) উৎপন্ন হয়েছে, যা মরিচা নামে পরিচিত।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।