সঠিক উত্তর হচ্ছে: ২ বার
ব্যাখ্যা: ঘণ্টার কাঁটা ঘড়িতে যে অবস্থানেই থাকুক না কেন পরবর্তী এক ঘণ্টায় মিনিটের কাঁটা শুধু একবারই একে অতিক্রম করে। আর এই অতিক্রমের সময় ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইবার ৯০° কোণ বা সমকোণ সৃষ্টি করে। অর্থাৎ দুইবার পরস্পর লম্বভাবে অবস্থান করে।