সঠিক উত্তর হচ্ছে: আমলাদের জবাবদিহিতা
ব্যাখ্যা: বিভিন্ন আর্থ-সামাজিক প্রতিবন্ধকতার জন্য বাংলাদেশে সুশাসন পুরোপুরি নিশ্চিত হয়নি। - নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি, - জবাবদিহিতার অভাব, - বিস্তৃত দুর্নীতি, - আমলাতান্ত্রিক জটিলতা, - স্বজনপ্রীতি, - মানবাধিকার লঙ্গন - কেন্দ্রীভূত ক্ষমতা ইত্যাদি সুশাসনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করেছে। বাংলাদেশে গত প্রায় ৩০ বছর নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করলেও সুশাসন প্রতিষ্ঠায় অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রতিটি রাজনৈতিক সরকার কুশাসনের জন্য কেবল পূর্ববর্তী সরকারকে দোষারোপ করেছে। উৎসঃ নবম-দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বই (উন্মুক্ত)