সঠিক উত্তর হচ্ছে: যুক্তরাজ্য
ব্যাখ্যা: জেরেমী বেন্থাম (১৫ ফেব্রুয়ারী ১৭৪৮, কারো কারো মতে ৪ ফেব্রুয়ারী ১৭৪৭ - ৬ জুন ১৮৩২), ছিলেন একজন ইংরেজ দার্শনিক, আইনতত্ত্ববিদ এবং সমাজ সংস্কারক। তাকে আধুনিক উপযোগবাদের জনক ধরা হয়। বেন্থাম তার দর্শনের \"মৌলিক স্বতঃ সিদ্ধ সত্য\"কে সংজ্ঞায়িত করেন যে \"এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট সংখ্যার সর্বোৎকৃষ্ট সুখ যেটা হচ্ছে সঠিক অথবা ভুলের পরিমাপদণ্ড\"।