সঠিক উত্তর হচ্ছে: ভুসুকুপা
ব্যাখ্যা: চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ চর্যা রচিয়তা ভুসুকুপা। তিনি আটটি পদ রচনা করেন। ভুসুকুপা তাঁর ছদ্মনাম, প্রকৃত নাম শান্তিদেব। তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন এবং শেষ জীবনে নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিঃসঙ্গভাবে অবস্থান করেন। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]