সঠিক উত্তর হচ্ছে: ২১ মিটার
ব্যাখ্যা: - টারশিয়ারি যুগের দক্ষিন-পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার\n- টারশিয়ারি যুগের উত্তর ও উত্তর -পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ২৪৪ মিটারের বেশী না\n- লালমাই পাহারের আয়তন ৩৪ বর্গ কিলোমিটার এবং এর গড় উচ্চতা ২১ মিটার\n[তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ - ৯ম ১০ম শ্রেনী]