ব্যাখ্যা: অপশন (খ) তে বর্ণিত বাক্যটি শুদ্ধ। কারণ ও দরিদ্রতা ও দারিদ্র্য বিশেষ্য পদ। অন্যদিকে (ক) অপশনে প্রদত্ত বাক্যে \'গোপন কথা\'র স্থলে গোপনীয় কথা; (গ) তে ‘সলজ্জিত\'র স্থলে সলজ্জ; (ঘ) তে \'বাহুল্যতা\'র স্থলে বাহুল্য হলে বাক্যগুলো শুদ্ধ হতো। [তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা ও সাহিত্য জিজ্ঞাসা]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।