সঠিক উত্তর হচ্ছে: রংপুরে
ব্যাখ্যা: উপমহাদেশে প্রথম কারা ছাপাখানা আমদানী করে - পর্তুগীজরা। \nউপমহাদেশে প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয় - পর্তুগীজ বসতি এলাকা গোয়ায়। \nউপমহাদেশে প্রথম ছাপাখানা কবে স্থাপিত হয় - ১৪৯৮ খ্রিষ্টাব্দে। \nউপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত প্রথম বইয়ের নাম - পর্তুগীজ ভাষার \'কনুকসোজ\'।\nবাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় - রংপুরে। ১৮৪৭-৪৮ সালে। (১৮৪৭ সালে প্রতিষ্ঠিত ‘বার্ত্তাবহ যন্ত্র’ ছাপখানাটি থেকে প্রকাশিত হতো রংপুরের প্রথম সাময়িকপত্র ‘রঙ্গপুর বার্ত্তাবহ’) \nঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন - সুন্দর মিত্র। বাংলা প্রেস নামে। ১৮৬০ খ্রিষ্টাব্দে।\nঢাকার প্রথম ছাপাখানা কত সালে চালু হয় - ১৮৪৮/৪৯ সালে।