সঠিক উত্তর হচ্ছে: মূলা > মুলো
ব্যাখ্যা: একটি স্বরধ্বনির প্রভাবের ফলে শব্দের অপর স্বরের যে পরিবর্তন হয় তাকে স্বরসঙ্গতি বলে। স্বরসঙ্গতি ৫ প্রকারঃ\n১. প্রগত\n২. পরাগত\n৩. মধ্যগত\n৪. অন্যোন্য\n৫. চলিত বাংলায় স্বরসঙ্গতি\nপ্রগত স্বরসঙ্গতিঃ পূর্বের বা আগের স্বরধ্বনি অনুযায়ী পরের স্বরধ্বনি পরিবর্তিত হলে এটাকে প্রগত স্বরসঙ্গতি বলা হয়।\nযেমন: তুলা > তুলো, মুলা > মুলো, শিকা > শিকে ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]