সঠিক উত্তর হচ্ছে: সনেট
ব্যাখ্যা: বাংলা সনেট (চতুর্দশপদী) এর সার্থক স্রষ্টা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ খ্রীষ্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন। কপোতাক্ষ নদ একটি সনেট। ১৮৬৬ খ্রীষ্টাব্দে কবির চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়।\n[তথ্যসূত্রঃ সাহিত্যপাঠ (একাদশ ও দ্বাদশ শ্রেণী)]