সঠিক উত্তর হচ্ছে: রবিকীর্তি
ব্যাখ্যা: চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশী চালুক্য সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। তিনি পরমেশ্বর পরমভাগবত, পৃথিবীবল্লভ নামেও খ্যাত ছিলেন। হর্ষবর্ধনকেও তিনি পরাস্ত করেন। তাই, চীনা পর্যটক হিউয়েন-সাঙ তাকে \'দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ সম্রাটও বলেছেন। তাঁর সভাকবি রবিকীর্তি \"আইহোল প্রশস্তি\" রচনা করেন ।