সঠিক উত্তর হচ্ছে: তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা: • তদ্ধিত প্রত্যয় তিন প্রকার।
\nযথা-
\n- সংস্কৃত তদ্ধিত প্রত্যয়,
\n- বাংলা তদ্ধিত প্রত্যয় ও
\n- বিদেশি তদ্ধিত প্রত্যয়।
\n\nবাংলা তদ্ধিত প্রত্যয়
\n• আই-প্রত্যয়
\n(ক) ভাববাচক বিশেষ্য গঠনে : বড়+আই=বড়াই, চড়া +আই=চড়াই।
\n(খ) আদরার্থে : কানু+আই=কানাই, নিম+আইনিমাই।
\n(গ) স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীত বােঝাতে : বােন+আই= বােনাই, ননদ-নন্দাই, জেঠা-জেঠাই (মা)।\n(ঘ) সমগুণবাচক বিশেষ্য গঠনে : মিঠা +আই=মিঠাই।। (ঙ) জাত অর্থে : ঢাকা+আই=ঢাকাই (জামদানি), পাবনা-পাবনাই (শাড়ি)।
\n(চ) বিশেষণ গঠনে : চোর চোরাই (মাল), মােগল-মােগলাই (পরােটা)।
\n\nঅনুরূপভাবে, খোদাই = খোদা+আই।