নিচের অপশন গুলা দেখুন
- IDA
- IFC
- IBRD
- ICSID
IFC এর পূর্ণরূপ International Finance Corporation। এটি বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভূক্ত একটি আর্থিক প্রতিষ্ঠান এবং এটি উন্নয়নশীল দেশসমূহের প্রাইভেট সেক্টরকে বিকশিত করার জন্য কাজ করে। এটি কাজ শুরু করে \'\'Encouraging the growth of productive private enterprise\'\' - এই মূলমন্ত্রকে সামনে রেখে। প্রতিষ্ঠানটি তার গ্রাহক ও অংশীদারদের আর্থিক, পরিচালন ও অন্যান্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য নিজের আর্থিক উৎস, ট্যাকনিক্যাল দক্ষতা, বৈশ্বিক অভিজ্ঞতা ও উদ্ভাবনমূলক চিন্তাভাবনা ইত্যাদি প্রয়োগ করে থাকে। ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণ ও যৌথ উন্নয়ন (shared prosperity) - এর লক্ষ্য নিয়ে এটি বর্তমানে কাজ করছে।
একটি দেশের সার্বিক উন্নতির জন্য প্রাইভেট সেক্টরের উন্নতি আবশ্যক। এই সেক্টরের উন্নতির কথা উপলব্ধি থেকেই এই প্রতিষ্ঠানের জন্ম। বর্তমানে এটি ১০০ এর বেশি দেশে নতুন নতুন চাকুরি সৃষ্টি, জীবন মানের উন্নয়ন ও উন্নত ভবিষ্যৎ - তৈরীর জন্য বিশ্বব্যাংকের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে।
Source: HelloBCS content (upcoming)