সঠিক উত্তর হচ্ছে: নুরুল মােমেন
ব্যাখ্যা: নূরল মোমেন ১৯৪৪ সালে \'আনন্দ বাজার\' পত্রিকায় তার \'রূপান্তর\' নাটিকাটি প্রকাশের মাধ্যমে বাংলা নাটকে প্রবেশ করেন। নূরল মোমেনের উল্লেখযোগ্য নাটকগুলো হল যদি এমন হত (১৯৬০), নয়া খান্দান (১৯৬২), আইনের অন্তরালে (১৯৬৭), শতকরা আশি (১৯৬৯), যেমন ইচ্ছা তেমন (১৯৭০) ইত্যাদি।