সঠিক উত্তর হচ্ছে: চৈতালি ঘূর্ণি
ব্যাখ্যা: চৈতালি ঘূর্ণি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। উপন্যাসটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য উপন্যাস জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলী বাঁকের উপকথা, সপ্তপদী, আরোগ্য নিকেতন, চাপাডাঙ্গার বউ, একটি কালো মেয়ের কথা (সর্বশেষ উপন্যাস)। উৎস: Hello BCS লেকচার।