ব্যাখ্যা: বাংলা ভাষার প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না।যেমনঃ- সভাপতি,সহকারী শিক্ষক। এছাড়াও কয়েকটি নিত্য নরবাচক শব্দ - কৃতদার,অকৃতদার,কবিরাজ,ঢাকী,যোদ্ধা। অন্যদিকে শিক্ষক-শিক্ষিকা,গুরু-গুরুপত্নী,বাঘ-বাঘিনী।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।