সঠিক উত্তর হচ্ছে: ৩
ব্যাখ্যা: বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার। যথা: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।\n\n>> সনেটের প্রবর্তক - ইটালীর কবি পেত্রার্ক।\n\n>>বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ” সমাচার দর্পন” 1818 সালে প্রকাশিত হয় যার সম্পাদনায় ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।