সঠিক উত্তর হচ্ছে: লাবণ্য
ব্যাখ্যা: “গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়।” - উক্ত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’ উপন্যাসের লাবণ্য চরিত্রের বক্তব্য।এ গ্রন্থ এর অন্যতম আরেকটি চরিত্র অমিত। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ)। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।