সঠিক উত্তর হচ্ছে: লুইপা
ব্যাখ্যা: লুইপা চর্যাপদের প্রথম পদ রচিয়তা। তিনি দুইটি পদ রচনা করেন।এছাড়াও তিনি কয়েকটি সংস্কৃত গ্রন্ত্র রচনা করেন। যেমন-অভিসময়, বিভঙ্গ, ব্রজস্বত্ব সাধণ, বুদ্ধোদয়,ভগবদাভসার,তত্ত্ব সভাব। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]