নিচের অপশন গুলা দেখুন
- চৌচালা
- ত্রিভুজ
- পায়েপড়া
- জলচর
• যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে।
• কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
• যেমন- জলে চরে যা = জলচর, জল দেয় যে= জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি।
• \'চৌচালা\' সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ।
• \'পায়েপড়া\' অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ।
• \'ত্রিভুজ\' দ্বিগু সমাসের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।