সঠিক উত্তর হচ্ছে: নীলদর্পন
ব্যাখ্যা: \'নবীন মাধব\' চরিত্রটি দীনবন্ধু মিত্রের \'নীল দর্পন\' নাটকের।
নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র কতৃক ১৮৬০ খ্রি. রচিত একটি বাংলা সামাজিক নাটক।
এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।
নাটকের চরিত্রসমূহ হল - গোলকচন্দ্র বসু, নবীন মাধব, বিন্দু মাধব, সাধু চরণ, রায় চরণ, গোপীনাথ, তোরাপ ইত্যাদি।
দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটক ও প্রহসন
- নবীন তপস্বিনী(১৮৬৩),
- কমলে কামিনী(১৮৭৩)
- বিয়ে পাগলা বুড়ো(১৮৬৬)
- সধবার একাদশী(১৮৬৬)
- লীলাবতী(১৮৬৭)
- জামাই বারিক(১৮৭২)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।