সঠিক উত্তর হচ্ছে: মুনীর চৌধুরী
ব্যাখ্যা: শিক্ষাবিদ, নাট্যকার, সমালোচক ও বাগ্মী মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১ খ্রি.) \'কবর\' (১৯৬৬) নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচনা করেন।তার অন্যান্য উল্লেখ্যযোগ্য নাটক হলো - \'রক্তাক্ত প্রান্তর\' (১৯৬২), \'চিঠি\' (১৯৬৬) দাওরণ্য (১৯৬৬) ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]