সঠিক উত্তর হচ্ছে: প্রত্যয়জনিত
ব্যাখ্যা: উৎকৃষ্ট শব্দটি একটি বিশেষণ (adjective), যার বিশেষ্য রূপ (noun) উৎকর্ষ। উৎকর্ষ শব্দটি নিজেই বিশেষ্য। তাই এর শেষে সস্কৃত তদ্ধিত প্রত্যয় “তা” যোগ করে একে নতুন করে বিশেষ্য বানানোর কোনো প্রয়োজন নেই। এ ধরনের ভুলকে বাহুল্যদোষ বলা হয়, এবং এ কারণেই উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ।