সঠিক উত্তর হচ্ছে: নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো\'- কবিতাটির রচয়িতা কবিদের কবি হিসেবে খ্যাত নির্মলেন্দু গুণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ৭ই মার্চের ভাষণ, এই কবিতার মূল ভিত্তি। নির্মলেন্দু গুণ রচিত উল্লেখযোগ্য কাব্য- প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, চাষাভুষার কাব্য, দূর হ দুঃশাসন, চিরকালের বাঁশি, নিশিকাব্য ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]