সঠিক উত্তর হচ্ছে: ৬,০৩,৬৮১ কোটি টাকা
ব্যাখ্যা: বাজেট থেকে আগামী পরীক্ষা গুলোতে প্রশ্ন আসবেই। পড়ে রাখুন এগুলো। \n\n\"জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ\" \n২০২১-২২ বাজেট \nএক নজরে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট\n- মোট বাজেটের পরিমাণ ৬,০৩,৬৮১ কোটি টাকা\n- শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ৯৪,৭৭৮ কোটি টাকা\n- পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ৭০,৬৩০ কোটি টাকা\n- জনপ্রশাসন খাতে বরাদ্দ ৪৫,৮৮০ কোটি টাকা\n- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ ৪২,২৫৭ কোটি টাকা\n- ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ ৩৫,০১৩ কোটি টাকা\n- প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৩৩,২০২ কোটি টাকা\n- স্বাস্থ্যখাতে বরাদ্দ ৩২,৫৯৯ কোটি টাকা\n- সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দ ৩০,১৮৪ কোটি টাকা\n- জনশৃংখলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ২৮,৩৭৩ কোটি টাকা\n- বিদ্যুৎ ও জ্বালানী খাতে বরাদ্দ ২৭,৭৬৯ কোটি টাকা\n- কৃষিখাতে বরাদ্দ ২১,৭৩২ কোটি টাকা\n- গৃহায়ন খাতে বরাদ্দ ৬,৬৪০ কোটি টাকা\n- বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে বরাদ্দ ৪,৮২৯ কোটি টাকা