সঠিক উত্তর হচ্ছে: সর্বজনীন
ব্যাখ্যা: এক কথায় প্রকাশ:\n\n১//সকলের জন্য প্রযোজ্য =সার্বজনীন, সকলের জন্য মঙ্গলজনক =সর্বজনীন\n\n২//ইন্দ্রকে জয় করেন যিনি=ইন্দ্রজিৎ, ইন্দ্রিয়কে জয় করেন যিনি=জিতেন্দ্রিয়\n\n৩//ইতিহাস রচনা করেন যিনি=ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি =ইতিহাসবেত্তা\n\n৪//উপকারীর উপকার স্বীকার করে যে=কৃতজ্ঞ, উপকারীর অপকার/অনিষ্ট করে যে =কৃতঘ্ন ।