ব্যাখ্যা: বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থান গড়, যা এক সময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। এর প্রাচীন নাম পুন্ড্রনগর। এর অবস্থান বগুড়া শহর থেকে ১০ কি.মি. উত্তরে করতোয়া নদীর তীরে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।