সঠিক উত্তর হচ্ছে: ১৫০ বছর
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যকে তিন যুগে ভাগ করা হয়েছে। যথা -
প্রাচীন যুগ (৬৫০ - ১২০০),
মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং
আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)।
মধ্যযুগের প্রথম ১৫০ বছর (১২০১ - ১৩৫০) অন্ধকার যুগ ছিল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।