সঠিক উত্তর হচ্ছে: ১৪ই ডিসেম্বর, ১৯৭২
ব্যাখ্যা: হস্তলিখিত সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য_____________________\r\n \r\n→ মূল সংবিধানটি রচিত হয় - ইংরেজিতে এবং বাংলায় অনুবাদ করা হয়। \r\n→ সংবিধানটি কোন কোন ভাষায় বিদ্যমান- বাংলা ও ইংরেজি। \r\n→ ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে -বাংলারূপ অনুসরণীয় হবে।\r\n→ সংবিধান রচনার পর ভাষারূপ পর্যালোচনার জন্য ভাষা বিশেষজ্ঞ হিসেবে কমিটি গঠন করা হয় - ড. আনিসুজ্জামানকে আহ্বায়ক, সৈয়দ আলী আহসান এবং মাযহারুল ইসলামকে দায়িত্ব প্রদান করে। \r\n→ বাংলাদেশের সংবিধানের প্রথম হস্তলিখিত কপিটি ছিল – ৯৩ পাতার।\r\n→ হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন - শিল্পী আব্দুর রউফ। \r\n→ সংবিধানটির অঙ্গসজ্জা করেন - শিল্পাচার্য জয়নুল আবেদীন।\r\n→ সংবিধানটির অলংকরণের দায়িত্বে ছিলেন - শিল্পী হাশেম খান।\r\n→ গণপরিষদের সদস্যরা মূল সংবিধানের বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন - ১৪ই ডিসেম্বর, ১৯৭২।\r\n→ গণপরিষদের কতজন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন? - ৩০৯ জন