সঠিক উত্তর হচ্ছে: ভূবন
ব্যাখ্যা: ভূবন বানানটি ভুল।
সঠিক বানান - ভুবন।
ভুবন (বিশেষ্য):
১. বিশ্বজগৎ; হিন্দু পুরাণে কথিত সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল; চতুর্দশ লোক।
২. পৃথিবী।
৩. আবাস (গেলা সবে যে যার ভুবন-বিজয় গুপ্ত)।
৪. দেশ (ছ’মাসের পরে যাবে গৌড় ভুবন-ঘনরাম চক্রবর্তী)।
অন্যদিকে,
- অন্তঃসার, মুহূর্ত ও অদ্ভুত - বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি বানান ও আধুনিক বাংলা অভিধান।