সঠিক উত্তর হচ্ছে: চুয়াডাঙ্গা
ব্যাখ্যা: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন সাত কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত দেশের একমাত্র এ জৈব সার কারখানাটিতে ২০০৯ সালের ডিসেম্বর মাসে কাজ শুরু হয়। ২০১২ সালের ডিসেম্বরে এর কাজ শেষ হয়। এরপর ২০১৩ সালের জানুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে কারখানাটি। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল থেকে বাণিজ্যিক উৎপাদনে গেল কারখানাটি। এ কারখানা থেকে বার্ষিক ৯ হাজার মেট্রিক টন জৈব সার উৎপাদন হবে। যার প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। চিনিকলের প্রেসমাড ও স্পেন্ট ওয়াশ থেকে তৈরি হবে এ জৈব সার।সরকারি অর্থায়নে চুয়াডাঙ্গার দর্শনায় নির্মিত দেশের একমাত্র জৈব সার কারখানাটি ১৭ এপ্রিল,২০১৫সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।