সঠিক উত্তর হচ্ছে: ৬টি
ব্যাখ্যা: অন্নদাশঙ্কর রায় রচিত বাংলা সাহিত্যের অন্যতম বৃহৎ উপন্যাস ‘সত্যাসত্য’ ৬টি খণ্ডে প্রকাশিত হয়। ১ম খণ্ড-যার যেথা দেশ। ২য় খন্ড- অজ্ঞাত বাস। ৩য় খণ্ড- কলঙ্কবতী। ৪ র্থ খণ্ড- দঃখমোচন। ৫ম খন্ড- মর্ত্যের স্বর্গ। ৬ষ্ঠ খণ্ড- অপসারণ। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।