সঠিক উত্তর হচ্ছে: বিট
ব্যাখ্যা: বাসের প্রশস্ততা মাপা হয় বিট হিসাবে। অন্য দিকে বাসের গতি মাপা হয় মেগাহার্টজ এ। কম্পিউটারের তথ্য পরিবহন করা হয় মূলত বাসের সাহায্যেই। প্রসেসর, চিপসেট, ভিডিও এডাপ্টার, প্রাইমারি মেমোরি, ক্যাশ মেমোরি, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ল্যান কার্ড, সাউন্ড কার্ড, প্রভৃতি সব অনুষঙ্গ ও ডিভাইস সিস্টেম বাস দ্বারা সংযুক্ত। [তথ্যসূত্রঃউইকিপিডিয়া ]