সঠিক উত্তর হচ্ছে: দেওয়ান মদিনা
ব্যাখ্যা: মনসুর বয়াতি (আনু. ১৮ শতক) পল্লিকবি, গায়ক। মৈমনসিংহ-গীতিকার ‘দেওয়ানা মদিনা’ পালাটি তিনিই রচনা করেন। চন্দ্রকুমার দে হবিগঞ্জের বানিয়াচং থেকে পালাটি সংগ্রহ করেন। বানিয়াচং-এর এক দেওয়ান পরিবারের কাহিনী এর উপজীব্য। পালাটি সিলেট ও কুমিল্লা অঞ্চলে ‘অবং দুলাল’ নামে প্রচলিত। আরবি-ফারসি শব্দের ব্যবহার এবং ঘটনার পরিপ্রেক্ষিত বিবেচনা করে পালাটির রচনাকাল ১৮শ শতকের গোড়ার দিকে বলে অনুমান করা হয়।