সঠিক উত্তর হচ্ছে: ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা: ক্রীতদাসের হাসি শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস। এই উপন্যাসে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে। এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ এবং কালোত্তীর্ণ উপন্যাস। উৎস: Hello BCS লেকচার।