রেবিস (জলাতঙ্ক) একটি রোগ যা একটি সংক্রমিত প্রাণীর লালার ভাইরাস থেকে ছড়ায়। বিভিন্ন জন্তু এই রোগ ছড়াতে পারে, তার মধ্যে কুকুর এব্ং বাদুড় হচ্ছে প্রধান। আক্রন্ত প্রাণীটি যখন কামড়ায় বা তার মুখের লালা যদি কোনওক্রমে কোনও খোলা ক্ষতের সংস্পর্শে আসে তাহলে ভাইরাস ছড়িয়ে পড়ে।