সঠিক উত্তর হচ্ছে: সোহরাই
ব্যাখ্যা: সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো সোহরাই। এছাড়া বাহা, ঝুমুর নাচ, ঝিকা নাচ ও দোন তাদের উল্লেখযোগ্য সাংস্কৃতিক ঐহিত্য।
অন্যদিকে,
- ওয়ানগালা : গারোদের সামাজিক উৎসব
- সংকীর্তন : বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ধর্মীয় উৎসব
- কারাম : ওরাঁওদের ধর্মীয় উৎসব।
(সূত্রঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)