সঠিক উত্তর হচ্ছে: দায়বদ্ধতা ও জবাবদিহিতা
ব্যাখ্যা: ১৯৯৪ সালে বিশ্বব্যাংক এক রিপোর্টে সুশাসনের ৪ টি উপাদানের কথা বলেছে। বিশ্বব্যাংক ১৯৯২ সালে প্রথম সুশানের সংজ্ঞা প্রদান করে ‘Governance and Development’ প্রতিবেদনে। বিশ্বব্যাংক সুশাসনের ধারণা প্রদান করে ১৯৮৯ সালে। বিশ্বব্যাংকের মতে সুশাসনের ৪ টি উপাদান বা স্তম্ভ হলো- ১. সরকারি প্রশাসন ব্যবস্থা, ২. যথাযথ বা বৈধ উন্নয়ন কাঠামো, ৩. দায়বদ্ধতা ও জবাবদিহিতা, ৪. স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ।[তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র: একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রফেসর মো: মোজাম্মেল হক)]