ক. নগদের প্রবাহ প্রাক্কলন
খ. বাট্টা হার নির্ধারণ
গ. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন
ঘ. মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ
উত্তর: ক. নগদের প্রবাহ প্রাক্কলন
৩৩। প্রতিটি পণ্যের ভবিষ্যত্ বিক্রয়মূল্য এবং কতগুলো পণ্য বিক্রি হবে, তা পূর্বানুমান করে কী পাওয়া যায়?
ক. আন্তবাহী প্রবাহ
খ. আন্তনগর প্রবাহ
গ. ক্রয়মূল্য ঘ. উত্পাদন খরচ
উত্তর: খ. আন্তনগর প্রবাহ
৩৪। নগদ বহিঃপ্রবাহ ঘটে-
ক. মোট আয়ের মাধ্যমে
খ. মোট খরচের মাধ্যমে
গ. বিক্রয়ের মাধ্যমে
ঘ. উত্পাদনের মাধ্যমে
উত্তর: খ. মোট খরচের মাধ্যমে
৩৫। বিক্রয় অনুমানের মতো কোন ধরনের খরচ অনুমানে সাবধানতা অবলম্বন করতে হয়?
ক. চলতি ও স্থায়ী খরচ
খ. ক্রেতার সংখ্যা
গ. বিক্রেতার সংখ্যা ঘ. নগদ মূল্য
উত্তর: ক. চলতি ও স্থায়ী খরচ
৩৬। নগদপ্রবাহ নির্ধারণ করার পর সেটিকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য নিচের কোনটি প্রয়োজন হয়?
ক. বাট্টা হার খ. সুদের হার
গ. মুনাফার হার
ঘ. বিক্রেতার বেতন
উত্তর: ক. বাট্টা হার
৩৭। সাধারণত প্রতিষ্ঠানের মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় কী হিসেবে ব্যবহার করা হয়?
ক. সুদের হার খ. বাট্টার হার
গ. মুনাফার হার ঘ. ক্ষতির আশঙ্কা
উত্তর: খ. বাট্টার হার
৩৮। মূলধন বাজেটিংয়ের কয়টি পদ্ধতি রয়েছে?
ক. ৫টি খ. ৪টি গ. ৬টি ঘ. ৩টি
উত্তর: খ. ৪টি
৩৯. মূলধন বাজেটিংয়ের একটি সহজ পদ্ধতি হলো-
ক. গড় মুনাফার হার পদ্ধতি